ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বাদ পড়া ইতালির বিপক্ষে ফরাসিদের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, জুন ২, ২০১৮
বাদ পড়া ইতালির বিপক্ষে ফরাসিদের দুর্দান্ত জয় জয় পেয়েছে ফ্রান্স। ছবি:সংগৃহীত

ঢাকা: এক সময়ের পরাক্রমশালী দল, চার বারের বিশ্বচ্যাম্পিয়ন দলই নেই রাশিয়া বিশ্বকাপে। বাদ পড়েছে বাছাই পর্ব থেকেই। দলটির অবস্থা যে কতোটা খারাপ আরও একবার প্রমাণ হলো বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে।

বিশ্বকাপ থেকে বাদ পড়লেও অংশগ্রহণকারী দলগুলোর সাথে প্রস্তুতি ম্যাচ খেলে বেড়াচ্ছে ইতালি। শুক্রবার ফ্রান্সের বিপক্ষে ম্যাচে কাছে পাত্তাই পায়নি ইতালি।

এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট ফ্রান্স ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে তাদের।

এর আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে জিতেছিল ফ্রান্স। তবে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশ সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছিল ইতালি।

নিজেদের ঘরের মাঠ নিসে শুরু থেকেই ইতালিকে চাপে রাখে ফ্রান্স। ম্যাচের ৮ মিনিটেই আসে প্রথম গোল। আন্তোনিও গ্রিজম্যানের দুর্দান্ত ফ্রি-কিক খালি জায়গায় পেয়ে যান কাইলিয়ান এমবাপে। এই পিএসজি তারকার করা ভলি গোলরক্ষক ফিরিয়ে দিলেও গোলমুখে খালি জায়গায় বল পেয়ে যান বার্সেলোনার ফরাসি ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি। অনায়াসে বল জালে জড়িয়ে ম্যাচে প্রথম গোল করেন তিনি।

ম্যাচের ২৯তম মিনিটে দ্বিতীয় গোল পায় ফ্রান্স। ডি-বক্সের মধ্যে লুকাস হার্নান্দেজকে ফাউল করা হলে পেনাল্টি পায় তারা। সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন প্রথম গোলের ফ্রি-কিক নেয়া গ্রিজম্যান। ৩৬ তম মিনিটে অবশ্য ব্যবধান কমিয়ে আনে ইতালি। অসাধারণ এক ফ্রি-কিকে ফ্রান্সের গোলরক্ষককে প্রায় পরাস্ত করেই ফেলেছিলেন মারিও বালোতেল্লি। তবে দুর্দান্ত ক্ষিপ্রতায় লরিস এ যাত্রায় বল ফেরালেও, ফিরতি বল পেয়ে গোল করতে কোন ভুল করেননি ইতালির রক্ষণভাগের খেলোয়াড় লিওনার্দো বনুচ্চি।

২-১ গোলে গিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স। ম্যাচের ৬৫তম মিনিটে ২১ বছর বয়সী তরুণ তারকা ডেম্বেলে ডি-বক্সের কিনারা থেকে নেয়া তার কোনাকুনি শটে বল জালে পাঠান। ৩-১ গোলে এগিয়ে যায় ফ্রান্স। ম্যাচের বাকি সময়ে দুই দলই বেশ কয়েকটি জোরালো আক্রমণ করলেও জালের ঠিকানা খুঁজে পায়নি সেগুলো।

বিশ্বকাপের আগে আগামী ১০ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ফ্রান্স।

বাংলাদেশ সময়: ১৪০৫, জুন ০২, ২০১৮

এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।