এ লক্ষে ফান্ড কালেকশনের জন্য তিনি বাংলাদেশ, ভারত, ইতালি ও নাইজেরিয়ার মধ্যে একাধিক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করবেন।
ঢাকার মাঠে মহামেডানের হয়ে এক সময়ের মাঠ কাপানো স্ট্রাইকার এমেকা ইজিউগো বর্তমানে আমেরিকা প্রবাসী।
শনিবার (২ জুন) দুপুরে রোহিঙ্গা শরণার্থীদের মানবেতর জীবন যাপনের কথা উল্লেখ করে মাগুরা প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় আন্তর্জাতিক বিশ্বকে তথা ফুটবল বিশ্বকে রোহিঙ্গা শরণার্থীদের সহযোগিতার জন্য এ ফান্ড কালেকশনের কথা জানান।
সভায় সাবেক ফুটবলার রোনান্ডসহ আন্তর্জাতিকমানের খেলোয়াড়দের সমন্বয়ে প্রীতি ম্যাচ ও নাইজেরিয়া এবং ইতালিকে নিয়ে ভারত, বাংলাদেশে একাধিক প্রীতি ম্যাচের কথা জানান সাবেক এ তারকা খেলোয়াড়।
রোববার (৩ জুন) থেকে কক্সবাজার থেকে ঢাকা, মানিকগঞ্জ, রাজবাড়ী, মাগুরা হয়ে তারা যশোর-বেনাপোল দিয়ে ১৫শ’ কিলোমিটার পথ দৌড়ে কলাকাতার উদ্দেশে রওনা হবেন।
সভায় তার সঙ্গে ছিলেন নাইজেরিয়ান ফুটবলার সিজোকি স্টেনি, বাংলাদেশের ধারাভাষ্যকার প্রদ্যুত কুমার রায়।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জুন ২, ২০১৮
এসআরএস