রোববার (৩ জুন) ভিলারিয়ালের মাঠে ম্যাচের শুরু থেকেই একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে স্বাগতিক স্পেন। কিন্তু গোল কিছুতেই ধরা দিচ্ছিলো না।
অবশেষে ম্যাচের ২৯তম মিনিটে স্প্যানিশ শিবিরে গোল দেখা দিয়েছে। বাঁ-দিক থেকে সিটি মিডফিল্ডার সিলভার উঁচু করে এগিয়ে দেয়া বলে ডি-বক্সের বাইরে থেকে ডিফেন্ডার আলভারো অদ্রি সোলার ডান পায়ের ভলি জাল খুঁজে পায়।
৬২তম মিনিটে সুইজারল্যান্ডকে সমতায় ফেরান রিকার্ডো রদ্রিগেজ। ডান দিক থেকে স্টেফান লিখস্টেইনারের নেওয়া শট ঝাঁপিয়ে পড়ে ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি গোলরক্ষক দাভিদ দে হেয়া। গোলমুখ থেকে বাঁ পায়ের শটে সহজেই লক্ষ্যভেদ করেন ডিফেন্ডার রদ্রিগেজ।
এবারের বিশ্বকাপের ‘বি’ গ্রুপে থাকা স্পেনের সঙ্গী পর্তুগাল, মরক্কো ও ইরান। আগামী ১৫ জুন পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে স্পেন।
আর ‘ই’ গ্রুপে ব্রাজিল, কোস্টা রিকা ও সার্বিয়ার সঙ্গী হয়েছে সুইজারল্যান্ড। আগামী ১৭ জুন ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা করবে দলটি।
বাংলঅদেশ সময়: ০৪২৬ ঘণ্টা, জুন ০৪, ২০১৮
এইচএল/জিপি