টিম কাহিলের দলে থাকাটা নিশ্চিত করেছিলেন কোচ বার্ট ভ্যান মারভিক। তবে বুন্দেসলিগার ক্লাব এসভি ডারমাসটেডের ২৪ বছর বয়সী স্ট্রাইকার ম্যাকলারেনের দলে স্থান পাওয়াটা চমক হিসেবেই এসেছে।
ঘোষিত দলে জায়গা পেয়েছেন ১৯ বছর বয়সী মেলবোর্ন সিটি উইঙ্গার আরজানি। তাকে জায়গা ছেঁড়ে দিতে বাদ পড়েছেন নিকিতা রুকাভিটসায়া ও প্লেমেকার জেমস ট্রোয়িসি। তবে দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার মার্ক মিলিগান।
রাশিয়া বিশ্বকাপে সকারুদের প্রথম ম্যাচ ১৬ জুন ফ্রান্সের বিপক্ষে। গ্রুপ-সি’তে অস্ট্রেলিয়ার বাকি দুই প্রতিদ্বন্দ্বী ডেনমার্ক ও পেরু।
অস্ট্রেলিয়ার ২৩ সদস্যের মূল স্কোয়াডঃ
গোলরক্ষকঃ ব্র্যাড জোন্স, ম্যাট রায়ান, ড্যানি ভুকোভিচ।
রক্ষণভাগঃ আজিজ বেহিচ, মিয়োস দেগেনেক, ম্যাথু জুরম্যান, জেমস মেরেডিথ, জশ রিসডন, ট্রেন্ট সেইন্সবুরি।
মধ্যমভাগঃ জ্যাকসন আরভিন, মিলে জেদিনাক, রব্বি ক্রুস, ম্যাথু লেকি, মাসসিমো লুওংগো, মার্ক মিল্লিগান, অ্যারন মুয়ি, দিমিত্রি পেত্রাতোস, টমি জুরিক।
আক্রমণভাগঃ ড্যানিয়েল আরজানি, টিম কাহিল, টনি জুরিক, জেমি ম্যাকলারেন, আন্ড্রু নাব্বাউট।
বাংলাদেশ সময়ঃ ১৬৩৭ ঘন্টা, জুন ০৪, ২০১৮
এমএইচএম/এমএমএস