কিন্তু রোনালদোর প্রতি রিয়াল কি কোনো কারণে নাখোশ? যেখানে ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (৪৫১) তিনি। চলতি বিশ্বকাপে তার দল পর্তুগিজ বিদায় নিলেও সিআর সেভেনের ছিল দাপট।
আসলে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর মতে দলকে নিয়ে দীর্ঘমেয়দি পরিকল্পনা করছে রিয়াল। যার কারণে ছেঁটে ফেলতে হচ্ছে রোনালদোকে। কেননা ইতোমধ্যে ৩৩ বছরে পা দিয়েছেন তিনি। ফলে গ্যালাকটিকোদের হয়ে সর্বোচ্চ আরও দু’বছর পারফরম্যান্স দেখাতে পারবেন তিনি।
রোনালদোকে বিদায় করে রিয়াল চাচ্ছে তরুণ প্রতিভাদের নিয়ে দল সাজাতে। যাতে করে পরের ৮-১০ বছর কাজে লাগে। এই অবস্থায় তাদের বর্তমান লক্ষ্য নেইমার ও কিলিয়ান এমবাপ্পে।
এদিকে ইতালিয়ান জায়ন্ট জুভেন্টাসে গেলে রোনালদোই হবে ক্লাবটির সর্বোচ্চ পারিশ্রমিকের ফুটবলার। এর আগে সিরিআ চ্যাম্পিয়নরা গনসালো হিগুয়াইনকে ৯০ মিলিয়ন ইউরোতে দলে ভিড়িয়েছিল।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ০৫ জুলাই, ২০১৮
এমএমএস