ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কিশোরগঞ্জে নারী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
কিশোরগঞ্জে নারী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প সমাপনী অনুষ্ঠানে খেলোয়াড়দের মধ্যে সনদপত্র বিতরণ। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে নারী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী খেলোয়াড়দের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. ক্তার জামীল, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাদউদ প্রমুখ।

২৪ জুন থেকে শহরের পুরাতন স্টেডিয়ামে শুরু হওয়া এই প্রশিক্ষণের সার্বিক আয়োজনে ছিলেন জেলা ক্রীড়া অফিসার আল আমিন সবুজ। আর নারী ফুটবল দলের কোচ রিপেল হাসানের তত্ত্বাবধানে কিশোরগঞ্জ সরকারি শিশু পরিবারের (বালিকা) ৩০ জন খেলোয়াড় এই প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।