গত মৌসুমে কোন শিরোপা জেতা হয়নি ‘রেড ডেভিল’দের। লিগ চ্যাম্পিয়ন ও একই শহরের আরেক ক্লাব ম্যানচেস্টার সিটির চেয়ে ১৯ পয়েন্ট পিছিয়ে থেকে লিগ শেষ করে হোসে মরিনহোর শিষ্যরা।
তবে সবচেয়ে দামি ক্রীড়া দলের তালিকায় তাদের অবস্থান দুইয়ে। প্রথম স্থানে আছে আমেরিকান ফুটবলের দল ‘ডালাস কাউবয়েজ’, যার মূল্য ৩.৬৭ বিলিয়ন পাউন্ড।
দামি ফুটবল ক্লাবের তালিকায় ২০১৭ সালের ইউরোপা লিগজয়ীরা দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল ও বার্সার চেয়ে আর্থিক বিচারে সামান্য এগিয়ে আছে। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের মূল্য ৩.১৩ বিলিয়ন পাউন্ড এবং তৃতীয় স্থানে থাকা বার্সার মূল্য ৩.১১ বিলিয়ন পাউন্ড।
চতুর্থ স্থানে থাকা বায়ার্ন মিউনিখের মূল্য ২.৩৫ বিলিয়ন পাউন্ড। পঞ্চম স্থানে থাকা ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির মূল্য ১.৮৯ বিলিয়ন পাউন্ড। ষষ্ঠ স্থানে থাকা আর্সেনালের মূল্য ১.৭১ বিলিয়ন পাউন্ড। লন্ডনের আরেক ক্লাব চেলসির মূল্য ১.৫৮ বিলিয়ন পাউন্ড।
সবচেয়ে দামি ১০ ক্রীড়া দলের তালিকা (পাউন্ডের হিসাবে)
১। ডালাস কাউবয়েজ (আমেরিকান ফুটবল)- ৩.৬৭ বিলিয়ন
২। ম্যানচেস্টার ইউনাইটেড (ফুটবল)- ৩.১৬ বিলিয়ন
৩। রিয়াল মাদ্রিদ (ফুটবল)- ৩.১৪ বিলিয়ন
৪। বার্সেলোনা (ফুটবল)- ৩.১১ বিলিয়ন
৫। নিউইয়র্ক ইয়াঙ্কিস (বেসবল)- ৩.০৭ বিলিয়ন
৬। নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টস (আমেরিকান ফুটবল)- ২.৮৪ বিলিয়ন
৭। নিউইয়র্ক নিকস (বাস্কেটবল)- ২.৭৬ বিলিয়ন
৮। লস অ্যাঞ্জেলস ল্যাকার্স (বাস্কেটবল)- ২.৫৩ বিলিয়ন
৯। নিউইয়র্ক জায়ান্টস (আমেরিকান ফুটবল)- ২.৫৩ বিলিয়ন
১০। গোল্ডেন স্টেট (বাস্কেটবল)- ২.৩৮ বিলিয়ন
৩০। ম্যান সিটি (ফুটবল)- ১.৮৯ বিলিয়ন
৩৯। আর্সেনাল (ফুটবল)- ১.৭১ বিলিয়ন)
৪৬। চেলসি (ফুটবল)- ১.৫৮ বিলিয়ন
বাংলাদেশ সময় ২১৪৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
এমএইচএম