রাশিয়া বিশ্বকাপে লিওনেল মেসিদের ব্যর্থতায় পুরো আর্জেন্টিনাই সমালোচনায় মুখর হয়ে উঠেছে। সমালোচনা মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন এক ঘোষণা।
এএফএ’র এমন কার্যক্রমে বিরক্ত মেনোত্তির হোয়াটসঅ্যাপ মেসেজের অডিও ক্লিপ ফাঁস হয়েছে। ওই অডিওতে তাকে বলতে শোনা যায়, আমি এটা বিশ্বাস করতে পারছি না! এটা দেখে মেজাজ খুব খিচড়ে যায়, আমি একটা পিস্তল দিয়ে ওদের মেরে ফেলতে চাচ্ছিলাম!
অডিওর পরের অংশে তাকে আরও বলতে শোনা যায়, এটা আমাকে লজ্জা দিচ্ছে। এটা আমাকে জাহান্নামে যেতে আগ্রহ জাগাচ্ছে, কিংবা উরুগুয়েতে বাস করতে। এটা মেনে নেওয়া যায় না। তারা মারবেলাতে প্রচুর খরচ করছে।
১৯৮৭ সালে আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো এই কোচ নিজ দেশের মানুষদের অবহেলিত জীবন আর দুর্দশা দেখে খুবই হতাশ। তিনি বলেন, আমি রোজারিওতে আমার বন্ধুর সঙ্গে কথা বলেছি, সে আমাকে বলেছে- সেখানকার ক্লাবগুলোর পানির সমস্যা প্রকট। সেখানকার পানির প্রধান উৎস সেন্ট্রাল কর্দোবার নিয়ন্ত্রণ চার মাফিয়ার হাতে।
তীব্র ক্ষোভ প্রকাশ করে মেনোত্তি বলেন, কারা এই বিশাল অট্রালিকা কিনল? কারা সেই বিখ্যাত খেলোয়াড় যারা আর্জেন্টিনায় নয় বরং বাইরে থাকে?
যে অর্থে স্পেনে বিশাল সম্পদ কেনা হয়েছে সেই অর্থ আর্জেন্টিনার বয়সভিত্তিক দলগুলোর জন্য কাজে লাগানো যেত বলে মেনোত্তি মনে করেন। আর্জেন্টিনায় অনেকেই সাবেক কোচ মেনোত্তির সঙ্গে একমত পোষণ করছেন।
বাংলাদেশ সময় ১৫০৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
এমএইএম/এমজেএফ