ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নাগরিকত্ব পেলেন গুহা থেকে উদ্ধার কোচ ও ফুটবলার!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৮
নাগরিকত্ব পেলেন গুহা থেকে উদ্ধার কোচ ও ফুটবলার! থাইল্যান্ডের খুদে ফুটবলাররা। ছবি: সংগৃহীত

থাইল্যান্ডেই বসবাস তবুও নাগরিক ছিলেন না তারা! এবার গুহা থেকে উদ্ধার হওয়া সেই ফুটবল দলের কোচ ও তিন ক্ষুদে ফুটবলারকে নাগরিকত্ব দিল থাইল্যান্ড সরকার।

প্রায় পাঁচ লাখ নাগরিকত্ববিহীন মানুষ বাস করেন থাইল্যান্ডে। এতদিন এই তালিকায় ছিলেন কোচ একাপল চানতোয়াং ও তিন ফুটবলারও।

এবার তাদের নিজেদের মানুষ বলে স্বীকৃতি দিয়েছে থাইল্যান্ড। ভবিষ্যতে থাইল্যান্ড সরকারের দেয়া সকল সুবিধা ভোগ করতে পারবেন তারা।

গেল ২৩ জুন থাম লুয়াং গুহায় বেড়াতে গিয়ে নিখোঁজ হয় একদল কিশোর ফুটবলার ও তাদের কোচ। ২ জুলাই গুহার মুখ থেকে ৪ কিলোমিটার ভেতরে তাদের খোঁজ মেলে। থাইল্যান্ড ছাড়াও বিভিন্ন দেশের ডুবুরিদের একটি দল ১০ জুলাই গুহা থেকে সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে দলটির সবাই সুস্থ আছে।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৮

এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।