স্প্যানিশ পত্রিকা মার্কা জানিয়েছে, তুরিনে আসার জন্য বন্ধু মার্সেলোকে বারংবার অনুরোধ করছেন রোনালদো।
দুই বন্ধু আলাদা লিগের সদস্য হলেও বন্ধুত্ব এখনও আগের মতোই আছে।
দুই বন্ধুর আলোচনায় রোনালদো প্রায়ই তার বর্তমান ক্লাবের ড্রেসিংরুমের ইতিবাচক দিক নিয়ে কথা বলছেন, জানিয়েছে টুট্টোস্পোর্ট। সে সঙ্গে নতুন সতীর্থদের নিবেদন নিয়েও করছেন ভূয়সী প্রশংসা। আর বন্ধুর মুখ থেকে এত প্রশংসা শুনে তুরিনে যাওয়ার আগ্রহ জেগেছে মার্সেলোর মনেও।
মূলত লেফট-ব্যাক অ্যালেক্স সান্দ্রোকে বেচে দেওয়ার পরিকল্পনার পর থেকেই তার বিকল্প খুঁজছে ‘তুরিনের বুড়ি’রা। একই পজিশনে মার্সেলোর চেয়ে সেরা খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। আর রিয়ালে রোনালদো-মার্সেলোর সাফল্যমণ্ডিত জুটির কথা সবাই অবহিত। এই জুটি ক্লাব পর্যায়ে এমনিতেই বিশ্বসেরার পর্যায়ে পড়ে। তাই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে মার্সেলোকে তুরিনে পাড়ি দিতে বলছেন রোনালদো।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
এমএইচএম