নতুন মৌসুমে মেসির নেতৃত্বেই মাঠে নামবে বার্সেলোনা। ২০০১ থেকে বার্সেলোনার সঙ্গে আছেন মেসি।
এর আগে অবশ্য ২০১৫ সালে সহ অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর একাধিক ম্যাচে তাকে অধিনায়ক হিসেবে মাঠে দেখা গেছে। তবে তা ছিলো সাবেক অধিনায়ক ইনিয়েস্তার অনুপস্থিতিতে। মেসির সহকারী হিসেবে থাকবেন তিন স্প্যানিশ তারকা সার্জিও বুসকেটস, জেরার্ড পিকে ও সার্জিও রবার্তো।
প্রায় সাত বছর ধরে আর্জেন্টিনা জাতীয় দলের নেতৃত্ব দিয়ে আসা ৩১ বছর বয়সী মেসির জন্য বার্সেলোনাকে নেতৃত্ব দেওয়া সহজই হবে বলে ভাবছেন বার্সেলোনা কর্তারা।
অধিনায়ক হিসেবে মেসির বেশ সফলই বলা যায়। ২০১১ সালে তাকে আর্জেন্টিনার নেতৃত্ব দেওয়া হয়। তার নেতৃত্বেই ২৪ বছর পর ব্রাজিলে বিশ্বকাপের ফাইনালে ওঠে আর্জেন্টিনা। দুবার কোপা আমেরিকার ফাইনালে খেলে সাদা-আকাশী জার্সিধারীরা। বড় কোনো শিরোপা না জিততে পারলেও আর্জেন্টিনা বেশ ভালোই সামলাচ্ছেন বর্তমান ফুটবল বিশ্বের এই মহাতারকা।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
এমকেএম