পিকে হলেন স্পেনের সোনালী যুগের ফুটবলারদের মধ্যে অন্যতম। যিনি কিনা জাতীয় দলের হয়ে ২০১০ সালে প্রথম বিশ্বকাপ জয়ের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন।
শেষ দিকে অবশ্য পিকের ক্যারিয়ারে কিছুটা ঝামেলা সৃষ্টি হয়। স্পেনের কাতালান অঞ্চলের এই ফুটবলার নিজেদের স্বাধীনতার দাবিতে আন্দোলনও করেন। ফলে সমর্থকদের রোষানলে পড়তে হয়। এছাড়া জাতীয় দলের সতীর্থ সার্জিও রামোসের সঙ্গেও তার বিভিন্ন সময়ে বাক-বিতাণ্ডা হয়।
তবে নতুন কোচ লুইস এনরিকের যোগদানের পরেই সরে যাওয়ার সিদ্ধান্ত নেন পিকে, ‘আমি সত্যিই দুর্দান্ত সময় পার করেছি, দলের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ জিতেছি, তবে গল্পটা এখন শেষ করতে হচ্ছে। আমি এটা লুইস এনরিককে জানিয়েছি। ’
পিকে অবশ্য রাশিয়া বিশ্বকাপের আগেই ইঙ্গিত দিয়েছিলেন, এটাই হচ্ছে তার ক্যারিয়ারে লা রোহাদের হয়ে শেষ কোনো বড় টুর্নামেন্ট।
বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, ১২ আগস্ট, ২০১৮
এমএমএস