বিষয়টা খোলাসা করা যাক। রিয়ালের বিখ্যাত ‘বিবিসি’ ত্রয়ী তথা বেল-বেনজেমা-ক্রিস্টিয়ানোর একজন এখন অনুপস্থিত।
কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ফলে বাধ্য হয়েই নতুন কোচ হুলেন লোপেতেগিকে দলের ভেতর থেকেই বিকল্প খুঁজে বের করতে হচ্ছে। আর এই বিকল্প হিসেবে কোচ বেছে নিয়েছেন ক্লাবের পুরনো সেনানি মার্কো অ্যাসেনসিওকে। করিম বেনজেমা এবং গ্যারেথ বেল আগ থেকেই আছেন। ফলে ‘বিবিসি’ থেকে এখন রিয়ালের আক্রমণভাগের নতুন নাম ‘বিবিএ’।
‘বিবিএ’র বেনজেমা রিয়ালের হয়ে ২৭৬ ম্যাচে ১২৭ গোল, বেল ১২৬ ম্যাচে ৭০ গোল। আর অ্যাসেনসিও সেই তুলনায় অনেক পিছিয়ে। এই স্প্যানিশ তারকা গত দুই মৌসুমে রিয়ালের হয়ে ৫৫ ম্যাচ খেলে মাত্র ৯ গোল করেছেন। তার আগে ধারে এসপানিওলের হয়ে ২০১৫-১৬ মৌসুমে ৩৪ ম্যাচ খেলে করেছিলেন ৪ গোল। অর্থাৎ, লোপেতেগি বড় এক জুয়া খেলতে চলেছেন। ২৯২ ম্যাচে ৩১১ গোল নিয়ে ত্রয়ীর চেয়েও রিয়ালের হয়ে বেশি গোল করেছিলেন রোনালদো।
রিয়ালের এই নতুন ত্রয়ীকে এখন রোনালদোর চাপ সইতে হবে। আদতে ‘বিবিসি’ ছিল রোনালদো নির্ভর। প্রায়শই দলের আক্রমণভাগের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিতেন এই পর্তুগিজ অধিনায়ক। তার কারণে অনেকটা চাপমুক্ত ছিলেন বাকি দুই তারকা তথা বেল ও বেনজেমা। ফলে দিনের পর দিন তারা অনেকটা নিশ্চিতভাবে খেলে গেছেন, কারণ তারা জানতেন রোনালদো আছেন, তিনি সামলে নেবেন। কিন্তু এখন আর সেই সুযোগ নেই।
তবে নতুন দায়িত্ব কাঁধে নিয়ে ‘বিবিএ’ কিন্তু নতুনরূপে দেখা দিতে পারে। কারণ আগে রোনালদোর কাঁধে সওয়ার হওয়ার কারণে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারেননি বেল ও বেনজেমা। এখন তারা অনেক স্বাধীনভাবে আক্রমণ চালাতে পারবেন। আর অ্যাসেনসিও যুক্ত হওয়ায় স্ট্রাইকিংয়ে আরও বেশি সফল হওয়ার সুযোগ থাকছে তাদের সামনে। তাদের জন্য সুযোগ বাড়িয়ে দিতে ডিফেন্সে আরও বেশি সুরক্ষার ব্যবস্থা রেখেছেন রিয়াল কোচ।
এর আগে রিয়ালের হয়ে ফ্রি-কিক ও পেনাল্টি শট নেওয়ার দায়িত্ব সাধারণত রোনালদোর কাঁধে বর্তানো হতো। এখন তার বিকল্প হিসেবে বাকিদের ওপর পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ থাকছে রিয়াল কোচের। আর ডি-বক্সের আশাপাশে রোনালদোর যে সামর্থ্য ছিল তার অনুপস্থিতিতে সেই অভাববোধ ঠিকই ভোগাবে রিয়ালকে। তার মানের একজন খেলোয়াড় হারানো সহজ কথা নয়। কিন্তু আপাতত সেই চিন্তায় না থেকে নব্য গঠিত ‘বিবিএ’ নিয়ে এগিয়ে যেতে চান লোপেতেগি।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
এমএইচএম/এমএমএস