ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জয় দিয়েই শুরু রোনালদোবিহীন রিয়ালের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
জয় দিয়েই শুরু রোনালদোবিহীন রিয়ালের গোলের দেখা পেয়েছেন মূল স্ট্রাইকারের দায়িত্ব পাওয়া গ্যারেথ বেল-ছবি: সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদো পরবর্তী রিয়াল মাদ্রিদকে বেশ হালকাই মনে হচ্ছিল। যার প্রমাণ পাওয়া যায় উয়েফা সুপার কাপে। যেখানে হেরে নতুন মৌসুম শুরু করতে হয় হুলেন লোপেতেগির শিষ্যদের। তবে স্প্যানিশ ঘরোয়া লিগের সবচেয়ে বড় আসর লা লিগায় জয় দিয়েই সূচনা হলো দলটির। গোলের দেখা পেয়েছেন মূল স্ট্রাইকারের দায়িত্ব পাওয়া গ্যারেথ বেল।

রোববার ঘরের মাঠ সান্থিয়াগো বার্নাব্যু’তে গেটাফেকে আতিথিয়েতা জানায় রিয়াল। যেখানে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গ্যালাকটিকোরা।

দলের হয়ে অন্য গোলটি করেন দানি কারবাহাল।

পুরো ম্যাচেই পরিষ্কার আধিপত্য নিয়ে খেলে রিয়াল। যেখানে তাদের বল পজিশন ছিল ৭৮ শতাংশ। ফলে ম্যাচের ২০ মিনিটে কারবাহালের গোলে এগিয়ে যায় তারা। আর দ্বিতীয়ার্ধে ওয়েলস তারকা বেলের নৈপুণ্যে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে লোপেতেগির শিষ্যরা।

বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, ২০ আগস্ট, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।