ব্রাইটনের বিপক্ষে ফের ম্যানইউর হার-ছবি: সংগৃহীত
ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়ন জট যেনো খুলতেই পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষের মাঠে টানা তিনটি হার দেখলো ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাবটি। সর্বশেষ ৩-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়লো হোসে মরিনহোর শিষ্যরা।
রোববার অ্যামেক্স স্টেডিয়ামে শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়ার পর রোমেলু লুকাকুর গোলে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত হার এড়ানো যায়নি।
ম্যাচের ২৫ মিনিট মারে ও দুই মিনিট পর ডাফি গোল করে রেড ডেভিলসদের চুপ করিয়ে দেন।
কিন্তু ৩৪ মিনিটে লুকাকুর গোল স্বস্তি ফেরায় ম্যানইউ শিবিরে। তবে বিরতির ঠিক আগে গ্রব পেনাল্টি থেকে ব্রাইটনকে আরও এগিয়ে দেন।
ফলে ম্যাচের নির্ধারিত সমেয়র পর যোগ করা সময়ে পল পগবা পেনাল্টি থেকে গোল আদায় করে নিলেও জয় বঞ্চিত থেকেই মাঠ ছাড়ে গত মৌসুমে দ্বিতীয় হয়ে শেষ করা দলটি।
বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, ২০ আগস্ট, ২০১৮
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।