জাসপার সিলেসেন (১৩), কুতিনহো (১৫৫), ম্যালকম (৪১), ক্লেমেন্ট ল্যাংলেট (৩৫), আর্থার (৩১) এবং আর্তুরো ভিদাল (১৯) মিলিয়ে ২৯৪ মিলিয়ন ইউরোর বেঞ্চ এখন বার্সার। আর বেঞ্চের সপ্তম খেলোয়াড় রাফিনহা যেহেতু পুরনো সৈনিক, তাই তাকে হিসাবের মধ্যে ধরা হয়নি।
আগের মৌসুমে বার্সার বেঞ্চের খেলোয়াড়দের মোট মূল্য ছিল ১৩১ মিলিয়ন ইউরো, বর্তমান বেঞ্চের মূল্যের চেয়ে যা প্রায় অর্ধেক। দুর্দান্ত একাদশের পাশাপাশি অসাধারণ এক রিজার্ভ বেঞ্চ পেয়ে গেছেন বার্সা কোচ আরনেস্তো ভালভারদে। আগের মৌসুমে সেরা বিকল্পের অভাবে ভুগতে হয়েছে তাকে। এবার সেই সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন তিনি।
আগের মৌসুমে যেসব খেলোয়াড়দের নিয়ে সমস্যায় পড়তে হয়েছিল ভালভারদেকে, এবার তাদের যেমন, অ্যালেক্স ভিদাল, আন্দ্রে গোমেজ, লুকাস ডিগনে এবং ইয়েরি মিনাকে বেচে দিয়েছে বার্সা। তাদের বদলে দারুণ প্রতিভাবান কিছু খেলোয়াড় কিনেছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।
তবে এই খেলোয়াড় বেচাকেনার ভিড়ে একটা ক্ষতি অবশ্য হয়েছে বার্সার। আর তা হলো তাদের খেলোয়াড় তুলে আনার প্রতিষ্ঠান লা মেসিয়া থেকে তরুণ প্রতিভা আসা কমে গেছে। গত ম্যাচে বেঞ্চে থাকা লা মেসিয়া থেকে উঠে আসা একমাত্র খেলোয়াড় রাফিনহা। গত কয়েক মৌসুম থেকেই এই প্রবণতা চলে আসছে। অথচ পাঁচ মৌসুম আগেও লা মেসিয়াই ছিল বার্সার মূল খেলোয়াড় আমদানিকারক।
লা মেসিয়া থেকে খেলোয়াড় আসা বন্ধ হয়ে যাওয়া আর ৪-৩-৩ ফরমেশন থেকে ৪-৪-২ ফরমেশনে পরিবর্তন বহুদিন থেকেই ফুটবলবোদ্ধাদের আলোচনার বিষয়। এতে করে ক্লাবের মূল পরিচয় হারিয়ে যাচ্ছে বলেও মত অনেকের।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
এমএইচএম