প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপের মধ্য দিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর টেলিভিশন সম্প্রচার যাত্রা শুরু করবে।
এই আসরে গ্রুপ ‘এ’ তে আছে বাংলাদেশ, ভুটান, নেপাল, পাকিস্তান। গ্রুপ ‘বি’ তে আছে ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ।
গ্রুপ পর্ব শেষে ১২ সেপ্টেম্বর সেমিফাইনালের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৫ সেপ্টেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে সাফ ফুটবলের এই আসর।
২০০৩ সালে ঘরের মাঠে আয়োজন করে প্রথমবার শিরোপা জিতেছিল বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ০৪ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস