ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ক্লাব ম্যাচের প্রস্ততি নিয়ে নীলফামারীতে সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
ক্লাব ম্যাচের প্রস্ততি নিয়ে নীলফামারীতে সংবাদ সম্মেলন ক্লাব ম্যাচের প্রস্ততি নিয়ে সংবাদ সম্মেলন

নীলফামারী: বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রীতি ম্যাচের পর এবার নীলফামারীতে শেখ কামাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্লাব ফুটবলের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২১ সেপ্টেম্বর বাংলাদেশের ‘বসুন্ধরা কিংস’ এবং মালদ্বীপের ‘নিউ র‌্যাডিয়্যান্ট’ ফুটবল ক্লাব এতে অংশ নেবে।

বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামের সভাকক্ষে সাংবাদিক সম্মেলনে প্রস্ততির কথা তুলে ধরেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ উপস্থিত ছিলেন।

 

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সদস্য আরিফ হোসেন মুন বলেন, ২৯ আগস্ট আমরা সফলভাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ সম্পন্ন করে আমাদের শক্তি সামর্থ্য দেখিয়েছি। আমাদের এই ভেন্যুতে আন্তর্জাতিক মানের ম্যাচ অনুষ্ঠিত হওয়া কোনো সমস্যাই নয়। আগের ম্যাচটির মত ১০০ টাকা দরে টিকিট বিক্রি করা হবে জেলা উপজেলায় অবস্থিত বিভিন্ন ব্যাংকের শাখার মাধ্যমে। আমার বিশ্বাস এবারেও আমরা সফল হবো। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।  

অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান জানান, আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। যাতে সুষ্ঠুভাবে ম্যাচটি সম্পন্ন হয়। গতবারের কিছু ত্রুটি চিহ্নিত করে এবার আলাদাভাবে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।  

বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ জানান, ম্যাচটিতে দুই দলে তারকা ফুটবলারগণ খেলবেন। উপভোগ্য হবে দর্শকদের মধ্যে। গতবারের চেয়ে বেশি সাড়া ফেলবে এবারের ম্যাচটি।  

জেলা ক্রীড়া সংস্থা সূত্র জানায়, এবারেও বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ২১ হাজার টিকিট বিক্রি করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।