ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কিশোরগঞ্জে জেলা পর্যায়ে গোল্ডকাপ ফুটবল শুরু শনিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
কিশোরগঞ্জে জেলা পর্যায়ে গোল্ডকাপ ফুটবল শুরু শনিবার কিশোরগঞ্জে জেলা পর্যায়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) উপলক্ষে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে জেলা পর্যায়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) শুরু হচ্ছে ১৫ সেপ্টেম্বর (শনিবার)। 

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  
সংবাদ সম্মেলনে এ ফুটবল টুর্নামেন্টের সার্বিক আয়োজন তুলে ধরেন টুর্নামেন্ট কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

 

তিনি জানান, উপজেলার সেরা খেলোয়াড়দের নিয়ে শুরু হবে জেলা পর্যায়ের খেলা। এই টুর্নামেন্টে কিশোরগঞ্জের ১৩টি উপজেলার সাথে অংশ নিবে কিশোরগঞ্জ পৌরসভার দলও। কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ১৪ দলের এ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ১৫ সেপ্টেম্বর বিকেল ৩টায়। আর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে ১৯ সেপ্টেম্বর।  

টুর্নামেন্ট থেকে বাছাই করা সেরা খেলোয়াড়দের নিয়ে কিশোরগঞ্জ জেলা দল গঠিত হবে। যারা অংশ নেবে সেপ্টেম্বর মাসের চতুর্থ সপ্তাহে ঢাকা বিভাগীয় টুর্নামেন্টে- যোগ করেন ডিসি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মো. আক্তার জামীল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাসউদ, ডেপুটি সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আনোয়ার, জেলা ক্রীড়া অফিসার আল আমিন সবুজ প্রমুখ।  

বাংলাদেশ সময় : ১৪১৫ ঘন্টা, ১৪ সেপ্টেম্বর, ২০১৮ 
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।