ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

গুরুত্বপূর্ণ ম্যাচে লেবাননের মুখোমুখি কিশোরীরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
গুরুত্বপূর্ণ ম্যাচে লেবাননের মুখোমুখি কিশোরীরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে লেবাননের মুখোমুখি হচ্ছে বাংলাদেশের মেয়েরা। প্রথম রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হতে এ ম্যাচে মণিকা-আনুচিংদের জয় খুবই গুরুত্বপূর্ণ।

কমলাপুর স্টেডিয়ামে বেলা সাড়ে ১১টায় মাঠে নামবে দু’ল।

বাংলাদেশ এর আগে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনকে ১০-০ গোলে উড়িয়ে দেয়।

তবে লেবাননও বাহরাইনের বিপক্ষে প্রথম ম্যাচে বড় জয় পায়। ফলাফল ছিল ৮-০। তাই কঠিন লড়াই করতে হতে পারে তহুরাদের।

লেবানন আবার নিজেদের দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতকে ৬-৩ গোলে হারিয়েছে। এই গ্রুপে ১৪ গোল করে তারা বর্তমানে শীর্ষে রয়েছে।

এবারই প্রথম লেবাননের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ মেয়েরা। যদিও আগের দুই ম্যাচ দেখে দলটির শক্তিমত্তা সম্পর্কে কিছুটা হলেও জেনেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।