ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বঙ্গবন্ধু গোল্ডকাপে বাগেরহাট পৌরসভা চ্যাম্পিয়ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
বঙ্গবন্ধু গোল্ডকাপে বাগেরহাট পৌরসভা চ্যাম্পিয়ন বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হচ্ছে

বাগেরহাট: বাগেরহাটে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ ফাইনাল খেলায় ফকিরহাট উপজেলা দলকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাগেরহাট পৌরসভা দল।  

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন বাগেরহাট জেলা প্রশাসক (ডিসি) তপন কুমার বিশ্বাস।

 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহিন হোসেনের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা পুলিশ সুপার (এসপি) পঙ্কজ চন্দ্র রায়, বাগেরহাট পৌরসভার মেয়র ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি খান হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. কামরুল ইসলাম প্রমুখ।

রোববার (১৬ সেপ্টেম্বর) শুরু হওয়া এ টুর্নামেন্টে জেলার ৯টি উপজেলা ও ৩টি পৌরসভা দল অংশ নেয়।  

বাংলাদেশ  সময়: ১৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।