ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

তুরস্ক নয়, ২০২৪ ইউরোর আয়োজক জার্মানি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
তুরস্ক নয়, ২০২৪ ইউরোর আয়োজক জার্মানি ২০২৪ সালের ইউরোর আসর বসবে জার্মানিতে-ছবি: সংগৃহীত

২০২৪ সালের ইউরো আয়োজনের দায়িত্ব পেয়েছে জার্মানি। উয়েফার নির্বাহী কমিটিতে ভোটাভুটির মাধ্যমে তুরস্ককে পেছনে ফেলে এই দায়িত্ব পেলো দেশটি। সুইজারল্যান্ডের নিওতে গত বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) এই ভোট হয়।

আয়োজক হিসেবে এককভাবে এই প্রথম ইউরো আয়োজন করতে যাচ্ছে জার্মানি। এর আগে ১৯৮৮ সালে পশ্চিম জার্মানিতে বসেছিল ইউরো’র আসর।

এদিকে প্রথমবারের মতো বড় কোনো ফুটবল টুর্নামেন্ট আয়োজনের স্বপ্ন আপাতত অধরাই থেকে গেলো তুরস্কের।

২০২৪ সালের জুন-জুলাইয়ে ২৪ দলের অংশগ্রহণে হতে যাওয়া ইউরোতে প্রথম কোনো দেশ এককভাবে আয়োজনের দায়িত্ব পাচ্ছে। ২০২০ সাল পর্যন্ত এই আসর ইউরোপের ১২টি ভিন্ন ভিন্ন শহরে আয়োজিত হবে, যার মধ্যে জার্মানির বায়ার্ন মিউনিখের স্টেডিয়াম অ্যালিয়েঞ্জ অ্যারেনাও রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।