রাশিয়া বিশ্বকাপে জায়গা না পাওয়া ইতালির সময়টা ভালো যাচ্ছে না। শেষ ১৩ ম্যাচে এটি তাদের মাত্র তৃতীয় জয়।
পোল্যান্ডের মাঠ স্টেডিয়ন স্লাসকিতে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কর্নার থেকে পাওয়া বলে শট করে গোলটি করেন বিরাঘি। ইতালির জার্সিতে এটাই তার প্রথম গোল।
উয়েফা ন্যাশনস লিগে আজ্জুরিদের এটি প্রথম জয়। গত মাসে ইতালির মাঠে দুদলের মধ্যে প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল। আর নিজেদের দ্বিতীয় ম্যাচে পর্তুগালের মাঠে ১-০ গোলে হেরেছিল রবার্তো ম্যানচিনির শিষ্যরা।
তিন ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ‘এ’ লিগের গ্রুপ-৩ এর দ্বিতীয় স্থানে আছে ইতালি। আর এই হারের পর ১ পয়েন্ট নিয়ে তৃতীয় থাকা পোল্যান্ডের ‘বি’ লিগে অবনমনও নিশ্চিত হয়ে গেছে। দুই ম্যাচের দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পর্তুগাল।
বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, ১৫ অক্টোবর, ২০১৮
এমএমএস