ওয়ার্টফোর্ডের মাঠ ভিকারেজ রোড স্টেডিয়ামে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি লিভারপুল। তবে বিরতির পর গুছিয়ে ওঠা দলটির হয়ে ৬৭ মিনিটে গোল করে লিড এনে দেন সালাহ।
লিভারপুল জিতলেও হাইভোল্টেজ ম্যাচে টটেনহ্যামের কাছে হেরে গেল সারির শিষ্যরা। ওয়েম্বলি স্টেডিয়ামে ডেলে আলী ৮ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন। পরে ১৬ মিনিটে হ্যারি কেন স্কোর ডাবল করেন। আর ৫৪ মিনিটে সন হিউং-মিন শেষ পেরেকটি ঠুকে দেন। ৮৫ মিনিটে চেলসির স্ট্রাইকার অলিভার জিরুদ গোল করে ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি ব্লুজরা।
লিগে ম্যানচেস্টার সিটি ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। লিভারপুল ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। টটেনহ্যাম ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। ১২ ম্যাচ অপরাজিত থাকার পর প্রথম হারের স্বাদ পাওয়া চেলসি ২৮ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে আছে।
বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, ২৫ নভেম্বর, ২০১৮
এমএমএস