বার্নলির বিপক্ষে ম্যাচ শেষে গেল বুধবার (৫ ডিসেম্বর) রাতে তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নিতে দেখা যায়। এরপরেই আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে লিভারপুল টিম ম্যানেজমেন্ট।
এখন তার ফেরা না ফেরা সম্পূর্ণ নির্ভর করছে তার চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার ওপর।
এদিকে তার এমন চোটে বেশ চটেছেন ম্যানেজার ইয়র্গেন ক্লপ। প্রশ্ন তুলেছেন রেফারি স্টুয়ার্ট অ্যটওয়েলের সতর্কতা নিয়ে এবং বার্নলির ট্যাকলের ধরনে। ম্যাচ শেষে তিনি বলেন, আমি রেফারিকে বলেছি ৭ গজের ওপর ওদের স্লাইডিং ট্যাকলের পরেও ও যেভাবে বলের ওপর দখল রেখে তা সবাই পছন্দ করেছে। কিন্তু ওরা এভাবে ট্যাকল করতে পারে না। ’
বুধবারের ওই ম্যাচের প্রথমার্ধে বার্নলি সীমানায় রবি ব্র্যাডি ও বেন মি’র ট্যাকলে গুরুতর চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন জো।
বাংলাদেশ সময়: ০৪০৩ ঘণ্টা, ০৭ ডিসেম্বর, ২০১৮
এইচএল/এমএমএস