শেষ ষোলোতে প্রত্যাশিত ইউরোপের সব জায়ান্ট দলগুলোই জায়গা করে নিয়েছে। তবে বাদ পড়াদের মধ্যে বড় নাম হিসেবে আছে মোনাকো, ইন্টার মিলান, নাপোলি ও বেনফিকার মতো দল।
আগামী ১৭ ডিসেম্বর সুইজারল্যান্ডের নিয়নে নকআউট পর্বের ড্র অনুষ্ঠিত হবে।
নিচে পাঠকদের জন্য উত্তীর্ণ হওয়া ১৬ দল ও বাদ যাওয়া ১৬ দলের নাম দেওয়া হলো:
‘এ’ গ্রুপ- বুরুশিয়া ডর্টমুন্ড ও অ্যাতলেটিকো মাদ্রিদ। বাদ পড়েছে ক্লাব ব্রগা ও মোনাকো।
‘বি’ গ্রুপ- বার্সেলোনা ও টটেনহ্যাম হটস্পার। বাদ পড়েছে ইন্টার মিলান ও পিএসভি।
‘সি’ গ্রুপ- পিএসজি ও লিভারপুল। বাদ পড়েছে নাপোলি ও রেড স্টার বেলগ্রেড।
‘ডি’ গ্রুপ- পোর্তে ও শালকে। বাদ পড়েছে গ্যালাতাসেরায় ও লোকোমোতিভ মস্কো।
‘ই’ গ্রুপ- বায়ার্ন মিউনিখ ও আয়াক্স। বাদ পড়েছে বেনফিকা ও এইকে এথেন্স।
‘এফ’ গ্রুপ- ম্যানচেস্টার সিটি ও লিওন। বাদ পড়েছে শাখতার দোনেস্ক ও হফেনহেইম।
‘জি’ গ্রুপ- রিয়াল মাদ্রিদ ও রোমা। বাদ পড়েছে ভিক্তোরিয়া প্লজেন।
‘এইচ’ গ্রুপ- জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেড। বাদ পড়েছে ভ্যালেন্সিয়া ও ইয়াং বয়েস।
** শেষ ষোলোতে জায়গা পাওয়া প্রথম দল গ্রুপ চ্যাম্পিয়ন ও দ্বিতীয় দল রানারআপ।
** আর বাদ পড়া প্রথম দল সরাসরি খেলবে ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ আসর ইউরোপা লিগে।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ১৩ ডিসেম্বর, ২০১৮
এমএমএস