ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

টানা দ্বিতীয়বার আফ্রিকার বর্ষসেরা সালাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৯
টানা দ্বিতীয়বার আফ্রিকার বর্ষসেরা সালাহ সেনেগালের রাজধানী ডাকারে এক অনুষ্ঠানে সালাহ’র হাতে বর্ষসেরার পুরস্কার তুলে দেন জর্জ উইয়া-ছবি: সংগৃহীত

টানা দ্বিতীয়বারের মতো আফ্রিকান বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন মোহামেদ সালাহ। গত মৌসুমে তার ক্লাব লিভারপুলকে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে নিয়ে যেতে দারুণ অবদান রেখেছিলেন এই স্ট্রাইকার। এছাড়া তার হাত ধরেই দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে অংশ নেয় মিশর।

সেনেগালের রাজধানী ডাকারে এক অনুষ্ঠানে সালাহ’র হাতে বর্ষসেরার পুরস্কার তুলে দেন লাইবেরিয়ার বর্তমান প্রেসিডেন্ট ও দেশটির সাবেক তারকা স্ট্রাইকার জর্জ উইয়া।

২০১৭-১৮ মৌসুমে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে রেকর্ড ৩২টি গোল করেছিলেন সালাহ।

আর সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ৪৪টি গোল করেন। এছাড়া জাতীয় দলের হয়ে বিশ্বকাপেও তিনি ২টি গোল করেন।

বর্ষসেরা হতে ভোটের মাধ্যমে সালাহ পেছনে ফেলেন তারই ক্লাব সতীর্থ সেনেগালের সাদিও মানে ও আর্সেনালের গ্যাবন স্ট্রাইকার পিয়েরি-এমরিক আবামেয়াংকে।

বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, ০৯ জানুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।