ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

আর্সেনালকে উড়িয়ে টানা অষ্টম জয় পেলো ম্যানইউ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
আর্সেনালকে উড়িয়ে টানা অষ্টম জয় পেলো ম্যানইউ গোলের পর মার্শালের উদযাপন-ছবি: সংগৃহীত

এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে আর্সেনালকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই নিয়ে হোসে মরিনহোর বিদায়ের পর ভারপ্রাপ্ত কোচ ওলে গানার সোলসকায়ের অধীনে টানা অষ্টম জয় পেলো ‘রেড ডেভিল’রা।

শুরুতে ২ গোল করে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। পরে এক গোল শোধ করে আর্সেনাল।

কিন্তু শেষ মুহূর্তে আরও এক গোল করে আর্সেনালকে বিদায় জানিয়ে দেয় ম্যানইউ।

ম্যাচের ৩১ মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন অ্যালেক্সিস সানচেজ। গোল করে সাবেক ক্লাবের সমর্থকদের কাছে ক্ষমা চাওয়ার ইঙ্গিত করে নজর কাড়েন এই চিলিয়ান তারকা। এরপর ২ মিনিট বাদেই ব্যবধান দ্বিগুণ করেন জেসে লিনগার্ড।  

প্রথমার্ধের বিরতির আগে এক গোল শোধ করেন আর্সেনালের পিয়েরে-এমেরিক অবামেয়াং। কিন্তু শেষ বাঁশি বাজার ৮ মিনিট আগে আর্সেনালের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ম্যানইউ’র অ্যান্থনি মার্শাল। ফলে চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিশ্চিত হলো উনাই এমেরির শিষ্যদের।

এই ম্যাচের ফলাফলের মানে দাঁড়ালো গত ১৬ ডিসেম্বর মরিনহোর অধীনে লিভারপুলের কাছে হারের পর নরওয়েজিয়ান সোলসকায়ের অধীনে প্রত্যেক ম্যাচেই জয়ের দেখা পেলো ম্যানচেস্টার ইউনাইটেড।

বাংলাদেশ সময়: ০৯০৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।