ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

প্রিমিয়ার লিগে সাইফ স্পোর্টিং ও আরামবাগের জয় 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৯
প্রিমিয়ার লিগে সাইফ স্পোর্টিং ও আরামবাগের জয়  আরামবাগ ক্রীড়া সংঘ। ছবি: সংগৃহীত

ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে সাইফ স্পোর্টিং ক্লাব। জয়ের প্রধান অবদান দুই বিদেশি ফরোয়ার্ডের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার (৩ ফেব্রুয়ারি) ২-১ গোলে জয় পায় সাইফ স্পোর্টিং। 

ম্যাচের একাদশ মিনিটে ইয়াসিন আরাফাতের কর্নারে হেড থেকে গোল করে সাইফকে এগিয়ে দেন দেনিয়ের আন্দ্রেস করদোবা। ২৭তম মিনিটে লিওনার্দো লিমার বল বাঁচাতে গিয়ে উল্টো উল্টো নিজেদের জালেই পাঠিয়ে দেন সাইফের ডিফেন্ডার বাবুল।

৬০তম মিনিটে ডেনিস বলশেকভের আবারও সাইফকে এগিয়ে দেন। ম্যাচের শেষের দিকে  দিকে ব্রাদার্স কিছুটা আক্রমণাত্মক হয়ে উঠলেও গোল পায়নি। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

দিনের অপর ম্যাচে ময়মনসিংহের শহীদ রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে জয় পায় আরামবাগ ক্রীড়া সংঘ। ২-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারায় তারা।

চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে টানা তিন জয় তুলে নেয় আরামবাগ। চট্টগ্রাম আবাহনী এক কথায় দাঁড়াতেই পারেনি আরামবাগের সামনে। যদিও চলতি প্রিমিয়ার লিগে নিজেদের চতুর্থ ম্যাচে এসে প্রথম হারের স্বাদ পায় আবাহনী।

শহীদ রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ২-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারায় আরামবাগ। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হলেও ৬১তম মিনিটে গোল পেয়ে যায় আরামবাগ। গোলটি করেন আরিফুর রহমান।

৭৪তম মিনিটেই নিজেদের ব্যবধান দ্বিগুণ করে নেয় আরামবাগ। নাইজেরিয়ান ফরোয়ার্ড ম্যাথিউয়ের বাড়ানো বল হেডে লক্ষ্যভেদ করেন ক্যামেরুনের এমিল।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।