ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

অবশেষে পয়েন্ট পেল মোহামেডান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
অবশেষে পয়েন্ট পেল মোহামেডান অবশেষে পয়েন্ট পেল মোহামেডান। ছবি: শোয়েব মিথুন

টানা চার ম্যাচ হেরে ক্লান্ত মোহামেডান স্পোর্টিং ক্লাব অবশেষে পয়েন্ট পেয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে গোলশূন্য ড্র করেছে ঐতিহ্যবাহী দলটি।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।

এদিন অনেকটা ছন্নছাড়া ম্যাচ উপহার দেয় দু’দল।

যেন ম্যাচে কোনো প্রাণই নেই। দুই অর্ধে চট্টগ্রামের দলটি বেশ কয়েকবার সুযোগ পেলেও তা থেকে গোল আদায় করে নিতে পারেনি। অন্যদিকে মোহামেডানও গোল বঞ্চিত থাকা পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দু’দল।

লিগে ছয় ম্যাচে মোটে একটি জয় ও সমান ড্রয়ে ৪ পয়েন্ট মোহামেডানের। তবে সাত ম্যাচে দুই জয় ও তিন ড্রয়ে ৯ পয়েন্ট চট্টগ্রাম আবাহনীর।

এদিকে দিনের অপর ম্যাচে ময়মনসিংহের শহীদ রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে মুখোমুখি হয় নোফেল স্পোর্টিং ও আরামবাগ ক্রীড়া সংঘ। যেখানে পল এমিলের একমাত্র গোলে জয় তুলে নেয় আরামবাগ ক্রীড়া সংঘ। সাত ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট আরামবাগের।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।