ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ডি মারিয়ার জোড়া গোলে পিএসজির সেমিফাইনাল নিশ্চিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
ডি মারিয়ার জোড়া গোলে পিএসজির সেমিফাইনাল নিশ্চিত পিএসজির জয়। ছবি: সংগৃহীত

বড় জয়ে ফরাসি কাপের সেমি ফাইনাল নিশ্চিত করেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। আর এই জয়ে প্রধান কাজটি করেন আনহেল ডি মারিয়া। তার জোড়া গোলেই দিজোঁকে হারায় পিএসজি।

মঙ্গলবার রাতে নিজেদের মাঠে শেষ আটের ম্যাচে ৩-০ গোলে জেতে প্যারিসের ক্লাবটি। মারিয়া ছাড়া অন্য গোলটি করেন টমা মুনিয়ে।

অনেক দিন ধরেই চোট নিয়ে দলের বাইরে আছেন নেইমার ও এডিনসন কাভানির মতো তারকা ফুটবলার। এদিন ম্যাচে আক্রমণভাগের আরেক শক্তি কিলিয়ান এমবাপ্পেও ছিলেন মাঠের বাইরে। তাতে অবশ্য দলের উপর প্রভাব পরেনি মোটেই।

ডি মারিয়া একাই যেনো ভুলিয়ে দেন তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অভাব। ম্যাচের ৮ মিনিটেই ইউলিয়ান ড্রাক্সলারের পাস থেকে গোল করেন আর্জেন্টাইন মিডফিল্ডার। ২৮তম মিনিটে ডি মারিয়ার কাছ থেকেই আসে দ্বিতীয় গোল। এবারও তাকে সাহায্য করেন মিডফিল্ডার ড্রাক্সলার।  

ম্যাচের ৭৬তম মিনিটে ব্যবধান আরও বাড়ায় পিএসজি। ডিফেন্ডার মুনিয়ে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।