ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়লো শেখ জামাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, মার্চ ৪, ২০১৯
পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়লো শেখ জামাল শেখ জামাল (ফাইল ফটো)

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে গোলশূন্য ড্রতে শেষ হয়েছে চট্টগ্রাম আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচটি। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে দু’দল।

সোমবার (০৪ মার্চ) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি বিকেল ৪টায় শুরু হয়। এ ম্যাচে দু’দলেরই এগিয়ে যাওয়ার ভালো সুযোগ এসেছিল।

তবে শেখ জামাল আক্রমণে এগিয়ে থাকলেও কাজে লাগাতে না পারায় ড্রতে মীমাংসা হয়।

ম্যাচের একেবারেই শুরুতে চট্টগ্রাম আবাহনীর মিডফিল্ডার কৌশিক বড়ুয়া ডি-বক্সে বল পেয়েও দলকে গোল বঞ্চিত করেন। আর বিরতির ঠিক আগে শেখ জামালের কিরগিজস্তান স্ট্রাইকার দাভিদ ব্রুসের হেড করলেও চট্টগ্রাম আবাহনী গোলরক্ষক মোহাম্মদ নেহাল তা প্রতিহত করে দেন।

দ্বিতীয়ার্ধে ফের গোল বঞ্চিত হয় শেখ জামাল। সেই ব্রুসের জোড়ালো শট ক্রসবারে লাগলে জয় পাওয়া হয়নি দলটির। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগ করেই তারা মাঠ ছাড়ে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ০৪ মার্চ, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।