ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

জিদানের প্রথম সাইনিং ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিলিতাও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
জিদানের প্রথম সাইনিং ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিলিতাও এদের মিলিতাও-ছবি: সংগৃহীত

ব্রাজিল জাতীয় দলের খেলোয়াড় এদের মিলিতাও’র দিকে নজর ছিল ইউরোপের অনেক বড় ক্লাবেরই। কিন্তু সবাইকে টেক্কা দিয়ে তাকে কিনে নিল রিয়াল মাদ্রিদ।

পর্তুগিজ ক্লাব পোর্তো থেকে ৫০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ মিটিয়ে মিলিতাওকে কিনতে মূল ভূমিকা রেখেছেন দ্বিতীয়বারের মতো রিয়ালের কোচ হিসেবে যোগ দেওয়া জিনেদিন জিদান। আগামী ২০২৫ সাল পর্যন্ত রিয়ালই হচ্ছে ব্রাজিলিয়ান ডিফেন্ডারের নতুন ঠিকানা।

মিলিতাও একসময় ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলোতে খেলতেন। সেখান থেকে পোর্তোয় পাড়ি জমান ২০১৮ সালে। এরপর থেকেই ইউরোপীয় ক্লাবগুলোর নজরে পড়ে যান তিনি।  

এদিকে আগামী ১৫ জুলাই মিলিতাও'র রিলিজ ক্লজ বেড়ে হতো ৭৫ মিলিয়ন ইউরো। তাই আগেভাগেই কাজ সেরে ২৫ শতাংশ খরচ বাচালো লস ব্ল্যাঙ্কোসরা।

পোর্তোর হয়ে প্রথম মৌসুমে ৩৪ ম্যাচ খেলে ডিফেন্সে জায়গা পাকা করে নেন মিলিতাও। তার রক্ষণসঙ্গী ছিলেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার পেপে।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।