ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

স্পেন দলে আট নতুন মুখ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
স্পেন দলে আট নতুন মুখ ছবি: সংগৃহীত

ইউরোপিয়ান চ্যাম্পিনশিপ বাছাইপর্বে মাল্টা ও নরওয়ের বিপক্ষে ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন স্পেন কোচ লুইস এনরিক। যেখানে বড় তারকা হিসেবে বাদ পড়েছেন ইসকো। আর দলে নেওয়া হয়েছে নতুন আটজন ফুটবলারকে।

এ মৌসুমে নিজ নিজ ক্লাবের হয়ে আলো ছড়িয়েছেন বেরনাত, সার্জিও জোমেজ, ফ্যাবিয়ান, জেসাস নাভাস, মুনিয়াইন, ক্যানালেস ও জ্যামি মাতা। আর তাদের পারফরম্যান্সে খুশি হয়ে জাতীয় দলে সুযোগ করে দিয়েছেন কোচ এনরিক।

ন্যাশন লিগের ফাইনাল পর্বে এরপরই খেলবে স্পেন। তবে কোচ চাইছেন ইংল্যান্ড, হল্যান্ড, পর্তুগাল ও সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে দলে পরিবর্তন আনতে।

স্পেন দল:

গোলরক্ষক: কেপা, ডেভিড ডি গিয়া, পাও লোপেজ।

রক্ষণভাগ: গায়া, জর্দি আলবা, বেরনাত, মারিও হারমোসো, ইনিগো মার্তিনেস, সার্জিও রামোস, সার্জি গোমেজ, সার্জি রবোর্তো, জেসাস নাভাস।

মধ্যমভাগ: বুসকেটস, রদ্রি, কাবায়েরো, ফ্যাবিয়ান রুইজ, পারেজো, ক্যানালেস।

আক্রমণভাগ: মার্কো অ্যাসেনসিও, রদ্রিগো, আলভারো মোরাতা, মুনিয়াইন, মাতা।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ১৬ মার্চ, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।