ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

নেপালের বিপক্ষে বাংলাদেশ নারী দলের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
নেপালের বিপক্ষে বাংলাদেশ নারী দলের হার নারী দলের হার। ছবি: সংগৃহীত

যদিও ভুটানকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত বাংলাদেশ নারী ফুটবল দলের। তবুও নেপালের বিপক্ষে ম্যাচের ওপর নির্ভর ছিল অনেক কিছুই। কিন্তু শনিবারের (১৬ মার্চ) সে ম্যাচ ৩-০ গোলের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।

ভুটানের বিরাটনগরের শহীদ রঙ্গশালা স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও নেপাল। ম্যাচের প্রথমার্ধের শুরুর দিকে কিছুটা অগোছালো দেখা যায় বাংলাদেশকে।

আর সেই সুযোগই নেয় নেপাল। প্রথম দিকেই পর পর তিন গোল করে ফেলে তারা।

যদিও বাংলাদেশ দল নিজেদের গুছিয়ে নেওয়ায় এরপর আর কোনো গোল করার সুযোগ পায়নি নেপাল। ম্যাচের ষষ্ঠ মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। এরপর পরই আরও দুটি গোল করে ফেলে নেপালের মেয়েরা। সে ব্যবধান আর কমাতে পারেনি লাল-সবুজ জার্সিধারীরা।

আগামী ২০ মার্চ সেমিফাইনালে গ্রুপ ‘বি’ এর চ্যাম্পিয়ন ভারত বা শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।