ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

জয় দিয়ে শীর্ষে ফিরলো লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
জয় দিয়ে শীর্ষে ফিরলো লিভারপুল লিভারপুলের জয়। ছবি: সংগৃহীত

চলতি সপ্তাহে আর ম্যাচ নেই ম্যানসিটির। সেই সুযোগে নিজেদের জয়ের পাশাপাশি প্রিমিয়ার লিগের শীর্ষস্থানটাও নিয়ে নিলো লিভারপুল। রোববার (১৭ মার্চ) ফুলহ্যামকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে লিভারপুল।

অ্যানফিল্ডে সাদিও মানের গোলে ২৬ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। তবে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে ফুলহ্যাম।

আর ম্যাচের ৮০তম মিনিটে গোল দিয়ে জেমস মিলনার লিভারপুলের জয় নিশ্চিত করেন।

ম্যাচের ২৬ মিনিটে রবের্তো ফিরমিনোর পাঠানো বল গোলমুখে পাঠান মানে। তিন ম্যাচে এটি তার পঞ্চম গোল। প্রথমার্ধে এগিয়ে থেকে বিরতীতে গেলেও বিরতির পর চমৎকার কাউন্টার অ্যাটাকে সমতা আসে ম্যাচে। ৭৪ মিনিটে সমতা ফেরানো গোলটি করেন বাবেল।

আর ম্যাচের শেষে দিকের গোলে পুরো তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে সালাহর দল।  

ম্যানসিটির চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে লিভারপুল। আর ৭৪ নিয়ে ম্যানসিটি আছে দুইয়ে।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।