ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ডি মারিয়া-এমবাপ্পে জেতালেন পিএসজিকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
ডি মারিয়া-এমবাপ্পে জেতালেন পিএসজিকে পিএসজির জয়। ছবি: সংগৃহীত

আনহেল ডি মারিয়া ও কিলিয়ান এমবাপ্পের গোলে জয় পেল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। সোমবার (১৮ মার্চ) লিগ ওয়ানের ম্যাচে মার্শেইয়ের বিপক্ষে ৩-১ গোলে জয় পায় প্যারিসের ক্লাবটি।

নিজেদের মাঠের ম্যাচে প্রথমে কিছুটা অগোছালো থাকলেও ক্রমেই গুছিয়ে নিয়ে গোল আদায় করে নেয় টমাস টুখেলের দল। প্রথম লেগেও মার্শেইয়ের বিপক্ষে ২-০ গোলে জিতেছিল লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

প্রথমার্ধের বিরতির ঠিক আগে গোল পান এমবাপ্পে। এই গোলে সাহায্য করেন ডি মারিয়া। লিগে টানা ছয় ম্যাচেই গোলের দেখা পেলেন ফরাসি এই ফরোয়ার্ড।  

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই সমতায় ফেরে মার্শেই। তবে এই স্বস্তি বেশি সময় ধরে রাখতে পারেনি তারা। ৫৫তম মিনিটে জোরালো শটে পিএসজিকে আবারও দেন ডি মারিয়া। পরে ৬১ মিনিটে ফ্রি-কিক থেকে নিজের দ্বিতীয় গোল করেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। যা এই আসরে তার ৮ম গোল।

পরে আর কোনো দলই গোল না দিতে পারায় ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।

বাংলাদেশ সময়: ০৫১২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
এমকেএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।