ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বার্সার অধিক অর্থের প্রস্তাব ত্যাগ করেছেন ভিনিসিউস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
বার্সার অধিক অর্থের প্রস্তাব ত্যাগ করেছেন ভিনিসিউস সাক্ষাতকারে ভিনিসিউস। ছবি: সংগৃহীত

ভিনিয়াউস জুনিয়রকে ক্যাম্প ন্যুতে আনতে মরিয়া ছিল বার্সেলোনা। তবে ব্রাজিলিয়ান তারকা রিয়াল মাদ্রিদকেই নিজের সঠিক জায়গা বলে মনে করেছেন। এই ক্ষেত্রে তিনি কাতালান ক্লাবের অধিক অর্থের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন। আর শেষ পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুকেই বেছে নিয়েছেন।

এক সাক্ষাতকারে ভিনিসিউস বলেন, ‘আমার বাবা বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের আগে কোনো ক্লাবের প্রস্তাবের ব্যাপারে কখনো বলেনি। পরে আমরা দুটি ক্লাবেই যাই এবং আমার কাছে দুটিই ভালো লেগেছে।

‘বার্সেলোনা বেশি খরচ করতে চেয়েছিল, তবে আমরা সেরা প্রকল্প চেয়েছিলাম এবং মার্সেলো ও কাসেমিরো সঠিক সিদ্ধান্ত নিতে আমার সঙ্গে কথা বলে সাহায্য করে। ’

মাদ্রিদে যোগ দেওয়ার বিষয়টি খুব দ্রুতই ঘটেছিল বলে জানান মাত্রই ১৮ বছরে পা রাখা ভিনিসিউস।

‘সবকিছুই খুব দ্রুত ঘটে গেল। মার্সেলো ও কাসেমিরো আমাকে বললো এখানে সবকিছু দ্রুতই হয়। ’

এদিকে ইনজুরির কারণে এ মৌসুমটি মোটামুটি মাঠের বাইরে ছিটকে গেছেন ভিনিসিউস। তবে তিনি জানান, ফিট হওয়া জন্য সবকিছু করছেন।

‘আমি ধীরে ধীরে ভালোর দিকে যাচ্ছি। আশাকরি মৌসুম শেষের আগেই ফিরতে পারবো। ফেরার জন্য সর্বোচ্চটা চেষ্টা করছি। ’

বাংলাদেশ সময়: ০৮৪৭ ঘণ্টা, ২০ মার্চ, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।