ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সার্বিয়া আটকে দিলো জার্মানিকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
সার্বিয়া আটকে দিলো জার্মানিকে জার্মানি-সার্বিয়া ছবি: সংগৃহীত

প্রথমার্ধে নিজেদের খুঁজে না পাওয়ার খেসারতই দিলো জার্মানি। যদিও দ্বিতীয়ার্থে নিজেদের গুছিয়ে নিতে পেরেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু তাতেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (২১ মার্চ) সার্বিয়ার বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়েই নিজেদের মাঠ ছাড়ে জার্মানি। সার্বিয়ার পক্ষে গোল করেন লুকা ইয়োভিচ।

আর জার্মানির পক্ষে লেয়ন গোরেটস্কা।

সব মিলিয়ে সবশেষ ম্যাচের একাদশে ছয়টি পরিবর্তন করে মাঠে নামে জার্মানি। তবে তাতে খুব বেশি লাভ হয়নি বললেই চলে। ম্যাচের দ্বাদশ মিনিটে গোল খেয়ে বসে তারা। কর্নার থেকে আসা বল ফাঁকায় পেয়ে হেডে জালে জড়ান ফরোয়ার্ড ইয়োভিচ। ধাক্কা খেয়েও নিজেদের হারিয়ে খুঁজতে থাকে জার্মানি। হারায় একাধিক গোলের সহজ সুযোগ।

দ্বিতীয়ার্ধে জার্মান দলে আসে আরও পরিবর্তন। তবে নিজেদের কিছুটা গুছিয়ে নেয় তারা। টানা আক্রমণ করতে থাকে স্বাগতিকরা। এর ফল পায় ৬৯তম মিনিটে। রয়েসের পাস ডি-বক্সে ঢুকে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের জোরালো শটে বল জালে পাঠান বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার গোরেটস্কা।  

শেষ পর্যন্ত ড্র-এর সান্ত্বনা নিয়েই মাঠ ছাড়তে হয় স্বাগতিক জার্মানিকে।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।