ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ম্যালকমকে ছাড়তে ৭০ মিলিয়ন ইউরো চাইছে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
ম্যালকমকে ছাড়তে ৭০ মিলিয়ন ইউরো চাইছে বার্সা ছবি: সংগৃহীত

বার্সেলোনায় অনিশ্চিত ভবিষ্যত নিয়ে সময় পার করছেন ব্রাজিলিয়ান তারকা ম্যালকম। তবে কাতালান জায়ান্টরা এই স্ট্রাইকারকে ছাড়তে তার নামের পাশে বসিয়ে দিয়েছে বড় অঙ্কের ট্যাগ। গুঞ্জন আছে ৭০ মিলিয়ন ইউরোতে তাকে বিক্রি করবে বার্সা।

ম্যালকম বর্তমান বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দের অধীনে খেলার তেমন সুযোগ পাচ্ছেন না। তবে ৪১ মিলিয়ন দিয়ে কিনে এখন তার দাম পৌঁছে গেছে চূড়ায়।

স্পেনের শীর্ষ পোর্টাল মার্কাতে প্রকাশিত খবরে বলা হয়, বার্সা জানিয়ে দিয়েছে তারা কম মূল্যে ম্যালকমকে ছাড়বে না। তার শুরুর মূল্যই হবে অনেক বেশি।

এদিকে ইতালিয়ান সংবাদমাধ্যম থেকে জানা যায়, ম্যালকমকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ইন্টার মিলান।

বার্সা এর আগেও বেশ কয়েকজন খেলোয়াড় দিয়ে অনেক লাভবান হয়েছিল। এই কাতারে ইয়েরি মিনা, পাওলিনহো ও লুকাস ডিগনের নাম রয়েছে।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, ২৮ মার্চ, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।