ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

নাটকীয় গোলে জয় পেলো লিভারপুল-চেলসি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৯
নাটকীয় গোলে জয় পেলো লিভারপুল-চেলসি

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে রোববার (৩১ মার্চ) রাতে আলাদা ম্যাচে জয় পেয়ছে লিভারপুল ও চেলসি। আন্তর্জাতিক ম্যাচের বিরতির পর নিজ নিজ ম্যাচে মাঠে নামে তারা।

টটেনহ্যামকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল। ঘরের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের শুরু থেকেই বল দখলে সমান আধিপত্য দেখায় দুই দলই।

ম্যাচের ১৬ মিনিটে এগিয়ে লিভারপুল। পেনাল্টি ডি বক্সের বাম পাশ থেকে অ্যান্ড্রু রবার্টসনের বাঁকনো ক্রস থেকে লাফিয়ে উঠে হেড দিয়ে স্বাগতিকদের লিড এনে দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবার্তো ফিরমিনো।

প্রথমার্ধে দুই দলই গোলের সুযোগ পেয়েছিল কিন্তু কেউই গোল করতে পারেনি। বিরতির পর ৫৬ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল টনেনহ্যাম। হ্যারি কেইনের নেওয়া জোরালো শট ফিরিয়ে দেন লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন। তবে ৭০ মিনিটে আর ভুল করেনি টটেনহ্যাম। পেনাল্টি বক্সের মধ্যে ক্রিস্টিয়ান এরিকসেনের বাড়ানো বল লুকাস মাউরার ডান পায়ের শট সহজেই জালের ঠিকানা খুঁজে পায়। ১-১ গোলে সমতায় ফেরে টটেনহ্যাম।

৮৫ মিনিটে টনেহ্যামের সিসোকো একটি সহজ গোলের সুযোগ নষ্ট করেন। গোলরক্ষককে একা পেয়েও বল উড়িয়ে মারেন। ম্যাচের শেষ মিনেটে নাটকীয় গোল পায় লিভারপুল। পেনাল্টি বক্সের ডান পাশ থেকে সালাহ হেড দেন আর সেই বল টটেনহ্যাম গোলরক্ষক হুগো লরিসের হাতে লেগে ডিফেন্ডার আল্ডারউইরেল্ডের পায়ে লেগে বল জালে জড়ায়। আত্মঘাতী গোলে ২-১ গোলে জয় পায় ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। এ জয়ে ৩২ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে লিভারপুল।

প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে পিছিয়ে পড়েও কার্ডিফ সিটিকে ২-১ গোলে হারিয়েছে চেলসি। কার্ডিফ সিটি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বল দখলে এক আধিপত্য দেখায় অল-ব্লুজরা। তবে প্রথমার্ধে গোল আদায় করতে পারেনি চেলসি।

বিরতির পর শুরতেই এগিয়ে যায় স্বাগতিক কার্ডিফ সিটি। ৪৬ মিনিটে পেনাল্টি বক্সের সামন্য ভিতরে ভিক্টোর কামারাসার আচমকা দারুণ এক ভলিতে ১-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। গোল শোধে মরিয়া চেলসি সমতায় ফেরে ম্যাচের শেষ ভাগে। ৮৩ মিনিটে উইলিয়ানের কর্নার থেকে বল পেয়ে হেড দিয়ে গোল করেন আজপিলিকুয়েটা। তবে গোলটি অফ সাইডের হলেও রেফারি তা বিবেচনায় আনেন নি।

ম্যাচের শেষ দিকে ইনজুরি সময়ে পেনাল্টি ডি-বক্সের ডান সাইড থেকে উইলিয়ানের বাঁকনো ক্রস থেকে লাফিয়ে হেড দিয়ে গোল করে চেলসিকে জয় এনে দেন রুবেন লফ্টাস চিক। এ জয়ে ৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ছয় নম্বরে রয়েছে চেলসি।

বাংলাদেশ সময়: ০৩১৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯
আরএআর/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।