ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

জিদানের মালইলফলক ম্যাচে জেতালেন বেনজেমা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৯
জিদানের মালইলফলক ম্যাচে জেতালেন বেনজেমা ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে নিজের শততম ম্যাচে দলকে পথ দেখালেন জিনেদিন জিদান। আর গুরুর মাইলফলক ম্যাচটিতে জোড়া গোল করে জেতালেন করিম বেনজেমা। লা লিগার ম্যাচে এইবারের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পায় রিয়াল।

এই মৌসুমে রিয়ালের লিগ শিরোপা জয়ের আশা শেষ বললেই চলে। তবে জিদান দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এই মৌসুমে দলকে ভালোভাবে এগিয়ে নিতে কাজ করছেন।


 
স্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুতে গোলের শুরুটা অবশ্য সফরকারী এইবারই করে। ফলে টানা দুই ম্যাচে হারের শঙ্কা জাগে। ৩৯ মিনিটে গোলটি করেন মার্ক কারদোনা। তবে বিরতির পর কোচের আস্থার প্রতিদান দিয়ে ৫৯ ও ৮১ মিনিটে জোড়া গোল করে দলকে জেতান।

৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিনে রয়েছে রিয়াল। সমান ম্যাচে বার্সেলোনা ৭৩ ও অ্যাতলেটিকো মাদ্রিদ যথাক্রমে প্রথম ও দ্বিতীয়স্থানে জায়গা করেছে।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, ০৭ এপ্রিল, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।