ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ফাইনালে উঠে ‘কোয়াড্রাপল’ আশা টিকিয়ে রাখলো সিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৯
ফাইনালে উঠে ‘কোয়াড্রাপল’ আশা টিকিয়ে রাখলো সিটি ছবি: সংগৃহীত

ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয়ের পর এই মৌসুমে কোয়াড্রাপলের আশা টিকিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে এফএ কাপের সেমিফাইনালে গ্যাব্রিয়েল জেসুসের একমাত্র গোলে জয় পায় পেপ গার্দিওলার শিষ্যরা।

ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ মিনিটে কেভিন ডি ব্রুইনের দারুণ ক্রসে হেডে গোলটি করেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। আগামী ১৮ মে এই মাঠেই দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হওয়া ওয়াটফোর্ড ও উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স মধ্যকার জয়ী দলের বিপক্ষে শিরোপা নির্ধারিণী ম্যাচ খেলবে এই লিগের পাঁচবারের চ্যাম্পিয়নরা।

চলতি মৌসুমে গার্দিওলার শিষ্যরা ইতোমধ্যে ইএফএল শিরোপা জয় করেছে। ইংলিশ প্রিমিয়ার লিগে দলটি ট্রফি জয়ের জন্য লিভারপুলের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করছে। আর চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হবে।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, ০৭ এপ্রিল, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।