ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মোহামেডানের বিপক্ষে বড় জয়ে শীর্ষে বসুন্ধরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৯
মোহামেডানের বিপক্ষে বড় জয়ে শীর্ষে বসুন্ধরা বসুন্ধরা কিংস। ফাইল ছবি: শোয়েব মিথুন

চলতি মাসের শুরুর দিকে মোহামেডানের কোচের দায়িত্ব ওঠে শন ব্রেন্ডন লেইনের কাঁধে। কিন্তু তাতে দলটির ভাগ্য বদলায়নি বললেই চলে। ১০ ম্যাচে ৭ম হারের স্বাদ পেলো মোহামেডান। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৪-১ গোলে এক সময়ের প্রতাপশালী দলটিকে হারায় বসুন্ধরা কিংস।

ম্যাচের ১৯তম মিনিটেই এগিয়ে যায় বসুন্ধরা কিংস। এই গোল আসে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস ভিনিসিউস দি সিলভার পা থেকে।

যদিও ২১তম মিনিটে গোলরক্ষক আনিসুর রহমান জিকোর ভুলে সমতায় ফেরে মোহামেডান।  

প্রথমার্ধের শেষের দিকে জোড়া গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বসুন্ধরা। ৩৭তম মিনিটে মতিন মিয়া ও ৪১তম মিনিটে দি সিলভা গোল পান।

দ্বিতীয়ার্ধের ৮৩তম মিনিটে বখতিয়ারের দারুণ গোলে জয় নিশ্চিত করে বসুন্ধরা।  

১০ ম্যাচে নয় জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কিংসরা। সপ্তম হারের স্বাদ পাওয়া মোহামেডানের ১০ ম্যাচের পয়েন্ট ৫।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।