ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

জয়ে নিজেদের এগিয়ে রাখলো আর্সেনাল-চেলসি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
জয়ে নিজেদের এগিয়ে রাখলো আর্সেনাল-চেলসি সেমিফইনালে পথে এগিয়ে গেছে ইংলিশ জায়ান্ট অর্সেনাল-ছবি: সংগৃহীত

উয়েফা ইউরোপা লিগের সেমিফইনালে পথে এগিয়ে গেছে ইংলিশ জায়ান্ট অর্সেনাল ও চেলসি। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইতালিয়ান ক্লাব নাপোলিকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। অন্য ম্যাচে স্লাভিয়া প্রাগকে ১-০ গোলে হারিয়েছে ইংলিশ জায়ান্ট চেলসি।

এমিরেটস স্টেডিয়ামে ম্যাচে লিড নিতে বেশি সময় নেয়নি আর্সেনাল। ম্যাচের ১৪ মিনিটেই পেয়ে যায় কাঙ্ক্ষিত লিড।

মাইটল্যান্ড নাইলেসের বাড়ানো বল ডান পায়ের শটে জালে জড়াতে ভুল করেননি অ্যারন রামসি।

এই ব্যবধান বাড়াতে বেশি সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়নি গানারদের। ২৫ মিনিটে পেনাল্টি বক্সের ২৫ গজ দূর থেকে লুকাস টোরেইরা শট করলে তা নাপোলির খেলোয়াড় কোউলিবালির গায়ে লেগে বল জালের ঠিকানা খুঁজে পায়।

প্রথমার্ধে বেশ কিছু আক্রমণ করেও আর গোল আদায় করতে পারেনি আর্সেনাল। বিরতির পর ৫৩ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল নাপোলি। কোউলিবালির শট রুখে দেন আর্সেনাল গোলরক্ষক পিওতর চেক।

৭২ মিনিটে আরও একটি সুযোগ নষ্ট করে নাপোলি। ডি-বক্সের ডান প্রান্ত দিয়ে ইনসিগনের বাড়ানো বল গোলবার ফাঁকা পেয়েও বল উড়িয়ে মারেন জিয়েলিনিস্কি।

ম্যাচের বাকিটা সময় একের পর এক আক্রমণ চালিয়েও ব্যবধান বাড়াতে পারেনি আর্সেনাল। ফলে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে উনাই এমরির শিষ্যরা।

আরেক কোয়ার্টার ফাইনালে চেক রিপাবলিকের ক্লাব স্লাভিয়া প্রাগকে ১-০ গোলে হারিয়েছে ইংলিশ জায়ান্ট চেলসি। ম্যাচে ৮৬ মিনিটে ব্লুজদের হয়ে একমাত্র গোলটি করেন মার্কোস আলোনসো।

বাংলাদেশ সময়: ০৩৫১ ঘন্টা, এপ্রিল ১২, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।