ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ইনজুরিতে মৌসুম শেষের শঙ্কায় হ্যারি কেইন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
ইনজুরিতে মৌসুম শেষের শঙ্কায় হ্যারি কেইন ইনজুরিতে মৌসুম শেষের শঙ্কায় হ্যারি কেইন-ছবি: সংগৃহীত

ইনজুরির কারণে মাঠের বাহিরে ছিটকে গেলেন টটেনহ্যামের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। গত ৯ এপ্রিল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচের সময় ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন তিনি।

পরে বিষয়টি নিশ্চিত করা হয় যে, হ্যারি কেইনের ইনজুরিটি গুরুতর। বাম পায়ের হাঁটুর লিগামেন্টের ইনজুরিতে পড়েন তিনি।

তবে কত দিন মাঠের বাহিরে থাকতে হবে তা নিশ্চিত হলেও চলতি মৌসুমের বাকিটা সময় মাঠে না নামার শঙ্কায় ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার।

চলতি মৌসুমে টটেনহ্যামের হয়ে ২৪টি গোল করেছেন হ্যারি কেইন।

বাংলাদেশ সময়: ০৫৪০ ঘন্টা, এপ্রিল ১২, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।