ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

পিএসজিকে উড়িয়ে দিলো লিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
পিএসজিকে উড়িয়ে দিলো লিল

ঢাকা: ফরাসি ফুটবল লিগে পিএসজিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে লিল। অথচ এই ম্যাচে এক পয়েন্ট পেলেই শিরোপা জেতা হয়ে যেতো টমাস টুখেলের দলের। বড় ব্যবধানে হেরে অপেক্ষাই বাড়লো তাদের।

রোববার (১৪ এপ্রিল) রাতের এ ম্যাচে নিজেদের ভুলেই প্রথম গোল খায় পিএসজি। ম্যাচের সপ্তম মিনিটে লিলের ইকোনের ক্রস ঠেকাতে গিয়ে পা বাড়িয়ে দেন বেলজিয়ান ডিফেন্ডার থমাস মুনিয়ের।

কিন্তু বল ঢুকে যায় তাদেরই জালে।

১১তম মিনিটেই পাল্টা গোল আদায় করে পিএসজি। ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা এমবাপের বাড়ানো বল জালে জড়ান হুয়ান বের্নাত।

চোট পেয়ে ১৬তম মিনিটে সিলভা এবং ২৪তম মিনিটে  মুনিয়ের মাঠ ছাড়েন। কিন্তু ৩৬তম মিনিটেই বড় ধাক্কা খায় দলটি। প্রতিপক্ষের নিকোলাসকে বাজে ফাউল করে লাল কার্ডে মাঠ ছাড়তে হয় পিএসজির বের্নাতকে।

এই ১০ জন নিয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি পিএসজি। একের পর এক গোল হজম করেছে কেবল। ৫১তম মিনিটে লিলের হয়ে দ্বিতীয় গোলটি করেন নিকোলাস পেপে। ৬৫ মিনিটে আরেকটি গোল করেন জে বাম্বা। ৭১তম মিনিটে দারুণ হেডে ব্যবধান ৪-১ করেন গাব্রিয়েল।

আর ৮৪তম মিনিটে টুখেলের দলের জালে শেষবার বল জড়ান হোসে ফন্তে।

লিগ ওয়ানে এই ম্যাচে হারলেও পয়েন্ট তালিকায় পিএসজি ৩১ ম্যাচে ২৬ জয় নিয়ে শীর্ষে আছে। তালিকায় লিলের অবস্থান দ্বিতীয়।

বাংলাদেশ সময়: ০৫২৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।