ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

কষ্টার্জিত জয়েও চারে উঠলো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
কষ্টার্জিত জয়েও চারে উঠলো আর্সেনাল ছবি: সংগৃহীত

ওয়ার্টফোর্ডের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে আর্সেনাল। তবে এই জয়ে চেলসিকে পেছনে ফেলে ইংলিশ প্রিমিয়ার লিগে চারে উঠে এলো উনাই এমেরির শিষ্যরা।

সোমবার ওয়ার্টফোর্ডের মাঠ ভিকারেজ রোড স্টেডিয়ামে ম্যাচের ১০ মিনিটেই অবশ্য লিড পায় আর্সেনাল। প্রতিপক্ষের গোলরক্ষকের ভুলে পাওয়া বলে নিয়ন্ত্রণ নিয়ে গোলটি করেন পিয়েরি-এমেরিক আউবামেয়াং।

তবে ম্যাচের বাকি সময় অনেক চেষ্টা করেও আর কোনো গোলের দেখা পায়নি গানাররা। ফলে কষ্টাজিত জয় নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

লিগে ৩৪ ম্যাচে ২৬ জয় ও সাত ড্রয়ে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। টটেনহ্যাম হটস্পার ৩৩ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। আর্সেনালের সমান পয়েন্ট (৬৬) নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে এক ম্যাচ বেশি খেলা চেলসি।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, ১৬ এপ্রিল, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।