ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সুলশারের মন্তব্যে বিস্মিত গার্দিওলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৯
সুলশারের মন্তব্যে বিস্মিত গার্দিওলা ছবি: সংগৃহীত

মৌসুমের শেষ ম্যানচেস্টার ডার্বি বলে কথা। ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ঐতিহাসিক ক্লাবের সম্মুখ যুদ্ধের আগে কথার লড়াই হবে না তা কি করে হয়! সমর্থকরা তো বটে, কোচরাও যে ছেড়ে কথা বলেন না। ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ওলে গানার সুলশারই বা চুপ করে থাকেন কিভাবে! 

নরওয়েজিয়ান কোচ ঠিকই খোঁচা দিলেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাকে। ম্যাচের আগে বুধবার (২৪ এপ্রিল) সুলশার তার শিষ্যদের বলেন, ‘তারা (ম্যানসিটির খেলোয়াড়রা) ফাউল করবে।

তারা তোমাদের পায়ের পাতা ও গোড়ালি লাথি মেরে ভাঙতে চাইবে। ’ 

সুলশারের এমন মন্তব্যে বেশ বিস্মিত হয়েছেন গার্দিওলা। সিটি কোচ এক প্রকার চোখ কপালে তুলে জানতে চেয়েছেন, ‘তিনি (সুলশার) কি সে কথা বলেছেন?’ 

এমনিতে শান্তশিষ্ট হিসেবে খ্যাতি আছে ইউনাইটেড কোচের। যার কারণে সুলশারের মন্তব্য পছন্দ করেননি গার্দিওলা। উল্টো বলেন, ‘আমি বিষয়টি পছন্দ করিনি। কিভাবে আমরা তা করতে পারি?’ 

তবে সুলশারের এমন মন্তব্য ‘ম্যাচ রেফারিকে প্রভাবিত করতে পারবে না’ বলে মনে করেন সিটি কোচ। গার্দিওলাও ঢিলের বদলে জবাব দিয়েছেন ইট ছুঁড়ে। সব প্রতিযোগীতা মিলে গত আট ম্যাচে ছয়টিতে পরাজিত ইউনাইটেড কোচকে সমর্থন জানিয়েছেন তিনি।  

মৌসুমের শেষ ও বছরের প্রথম ম্যানচেস্টার ডার্বিতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে নগর প্রতিদ্বন্দ্বী সিটিকে আতিথেয়তা দেবে ইউনাইটেড। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বুধবার (২৪ এপ্রিল), দিবাগত রাত একটায়। গত ডার্বিতে সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ৩-১ ব্যবধারে হারে রেড ডেভিলসরা।  

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।