ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

কিরগিজস্তানকে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
কিরগিজস্তানকে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশের মেয়েরা কিরগিজদের হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল

আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় দু’দলের জন্যই ম্যাচটা ছিল গ্রুপ সেরা হওয়ার লড়াই। আর তাতে কিরগিজস্তানকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।

শুক্রবার (২৬ এপ্রিল) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ডকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় বাংলাদেশ। খেলা শুরুর মাত্র ২৯ সেকেন্ডে গোলটি করেন সানজীদা আকতার।

শ্রীমতী সরকারের ক্রস কিরগিজ গোলরক্ষক গালকিনা ইরিনার হাত ফসকে গেলে পা ছুঁইয়ে বল জালে জড়িয়ে দেন তিনি।

ছবি: শোয়েব মিথুনম্যাচের ৫৯ মিনিটে সানজীদার ক্রস থেকে ব্যবধান দিগুণ করেন কৃষ্ণা রাণী সরকার। এরপর ৬৯ মিনিটে জাইরিনার গোলে ব্যবধান কমায় কিরগিস্তান। তবে শেষ পর্যন্ত লিগ ধরে রাখার পাশাপাশি গ্রুপ সেরা হয়েই মাঠ ছাড়ে আগের ম্যাচেই সংযুক্ত আরব আমিরাতকে ২-০ গোলে হারিয়ে দেওয়া বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।